সর্বশেষ

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ জামিনে মুক্তি

প্রকাশ :


২৪খবরবিডি: 'হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর শাখার সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (২ অক্টোবর) বিকেলে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।'

'কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধের সময় ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ২০টি মামলার আসামি ছিলেন মাওলানা জুনায়েদ। এছাড়াও তার বিরুদ্ধে আরও ৮টি হাজিরা পরোয়ানা ছিল। সম্প্রতি সর্বশেষ চট্টগ্রামের হাটহাজারি থানার তিনটি মামলায় তিনি জামিন পেয়েছেন।'


'শনিবার ওই মালার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে রোববার বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়।

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ জামিনে মুক্তি

উল্লেখ্য, গত বছরের ১৭ এপ্রিল রাজধানীর বারিধারা জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে তিনি গ্রেপ্তার হন। তিনি গত বছরের ১১ জুলাই থেকে এ কারাগারে বন্দি ছিলেন। তার গ্রামের বাড়ি বি.বাড়িয়ার অষ্টগ্রাম এলাকায়।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত