প্রকাশ :
২৪খবরবিডি: 'সন্ত্রাস, জঙ্গিবাদ দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।তিনি বলেছেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে পড়তে যেন না পারে এজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সচেতন আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ বিষয়ে পুলিশ জিরো টলারেন্স নীতিতে রয়েছে।'
'তিনি আরও বলেন, এবার গতবারের চেয়ে সারা দেশে ২ হাজারের বেশি পূজামণ্ডপ হয়েছে। আপনাদের নিরাপত্তার স্বার্থে পুলিশ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। নারায়ণগঞ্জ দেশের মধ্যে সবচেয়ে বেশি অসাম্প্রদায়িক বলে অবদান রেখেছে। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে বলে আশা করি। এবার উৎসবে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য
জঙ্গিবাদ, সন্ত্রাস দমনে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : আইজিপি
নেই। শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের এই উৎসব শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আইজিপি।' এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, অ্যাডিশনাল ডিআইজি সাইদুর রহমান, জেলা প্রশাসক মনজুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা, আমলাপাড়া পূজামণ্ডপের সভাপতি প্রবীর কুমার সাহাসহ পুলিশ হেড কোয়ার্টার ও জেলা পুলিশের কর্মকর্তারা।'