সর্বশেষ

কোনোভাবেই পুতিনের সঙ্গে সংলাপ নয়, 'ডিক্রি জারি জেলেনস্কির'

প্রকাশ :


২৪খবরবিডি: 'রাশিয়ার সঙ্গে যে কোনো আলোচনায় বসতে পারবে ইউক্রেন, কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনোভাবেই নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট মঙ্গলবার এই বিষয়ক এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন।সেখানে বলা হয়েছে, 'মানুষকে সম্মান দেওয়া ও সততা— এ দু'টি ব্যাপার তিনি জানেন না। এই কারণে আমরা রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু পুতিনের সঙ্গে নয়।'
 

'পুতিনের পরে অন্য কেউ যদি রাশিয়ার প্রেসিডেন্ট হন, সেক্ষেত্রে আমরা দেশটির সঙ্গে বৈঠক করতে পারি। ইউক্রেনের সরকারি কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, শুক্রবার রুশ বাহিনীর নিয়ন্ত্রণাধীন ইউক্রেনের চার প্রদেশ খেরসন, ঝাপোরিজ্জিয়া, দোনেৎস্ক ও লুহনস্ককে যে সময় রাশিয়ায় অন্তর্ভূক্ত করার চুড়ান্ত প্রস্তুতি চলছিল, সে সময়ই এই ডিক্রির কাজ চলছিল। তারপর মঙ্গলবার তাতে স্বাক্ষর করেন জেলেনস্কি। এদিকে জেলেনস্কির এই ডিক্রির প্রতিক্রিয়ায় রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখাপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো আশা করে— ইউক্রেনের প্রেসিডেন্ট তার অবস্থান পরিবর্তন করবেন; আর যদি তা না করে, সেক্ষেত্রে দেশটির পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে সংলাপের মানসিক প্রস্তুতি নেবে ক্রেমলিন।'


'পেসকভ বলেন, 'ফেব্রুয়ারির শেষ দিকে, রুশ বাহিনী বিশেষ সামরিক অভিযান শুরুর আগেও আমরা তার সঙ্গে বৈঠক করতে চেয়েছিলাম; কিন্তু সে সময় তিনি সাড়া দেননি।' কূটনৈতিক আলোচনার জন্য রাশিয়ার দরজা খোলা। আমরা

কোনোভাবেই পুতিনের সঙ্গে সংলাপ নয়, 'ডিক্রি জারি জেলেনস্কির'

আশা করছি— তিনি তার অবস্থান পরিবর্তন করবেন। আর যদি তিনি তা না করেন, সেক্ষেত্রে আমরা তার পরবর্তী প্রেসিডেন্টের সঙ্গে সংলাপের মানসিক প্রস্তুতি নেব।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত