প্রকাশ :
২৪খবর বডি : ' চট্টগ্রামের পাহাড়তলী বাজারের বিল্লি লেইনে অভিযান চালিয়ে এক দোকানির গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুর ১২টার দিকে এক অভিযানে ‘অবৈধভাবে’ মজুত করা এসব তেল জব্দ করা হয়। '
* অভিযান চলাকালে ভোক্তা অধিকার অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ সাংবাদিকদের বলেন, রমজানের আগে কেনা এসব তেল দোকান মালিক সিরাজ সওদারগর গুদামে রেখে দিয়েছিলেন। কিন্তু দোকানে তেল ছিল না।
'' তেল নেই দোকানে, গুদাম থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ ''
তিনি বলেন, ' মোট ১ হাজার ৫০ কার্টুনে অন্তত ১৫ হাজার লিটার তেল তিনি গুদামে রেখেছিলেন। আইন অনুযায়ী তাকে জরিমানা করা হবে।'
* এর আগে রোববার নগরের ২ নম্বর গেটের কর্ণফুলী কমপ্লেক্সের খাজা স্টোরের দোকানের নিচের গুদামে ১ হাজার লিটার তেলের খোঁজ পায় সংস্থাটি। পরে এসব তেল আশপাশের দোকানি ও ক্রেতাদের কাছে গায়ের দামে বিক্রি করা হয়।