প্রকাশ :
২৪খবরবিডি: 'দেশের তৈরি পোশাক খাতের কর্মীদের সুস্থতা নিশ্চিত করতে এক সঙ্গে কাজ করবে বাংলাদেশ পোশাক উৎপাদন ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), ইন্টেগ্রাল গ্লোবাল (আইজি) ও আয়াত এডুকেশন। মঙ্গলবার (১১অক্টোবর) বিজিএমইএ ভবনে প্রতিষ্ঠান তিনটির প্রধানদের উপস্থিতিতে এ বিষয়ে একটি সমঝোতা চুক্তি সই হয়।'
'আইজির পরিচালক ও প্রতিষ্ঠাতা নাবিল আহমেদ বলেন, বিশ্বব্যাপী করোনা মহামারির প্রভাব ছিল ব্যাপক। ২০২০ ও ২০২১ সাল ছিল পুরো বিশ্বের জন্য খুবই চ্যালেঞ্জিং। কোম্পানিগুলো বাধ্য হয়েছে তাদের কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দিতে ও কর্মীদের ছেড়ে দিতে এবং উভয় পক্ষের মধ্যকার অসহায়ত্ব ছিল। কর্মীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে এই অংশীদারিত্বমূলক সমঝোতায় তাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে আমরা সর্বাগ্রে অগ্রাধিকার দিয়েছি। যাতে ভবিষ্যতে যেকোনো ধরনের স্বাস্থ্য বিপর্যয় থেকে আমরা তাদের নিরাপদ রাখতে পারি। প্রাথমিকভাবে ইন্টেগ্রাল গ্লোবালের
দেশের গার্মেন্টসকর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় কাজ করবে তিন সংগঠন
সহযোগিতায় আয়াত এডুকেশন বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল মিলগুলোতে দ্রুত করোনা ছড়িয়ে পড়া রোধে প্রাথমিক পর্যায়টি সফলভাবে বাস্তবায়ন করেছে। যার ফলে রেডিমেড গার্মেন্টস সেক্টরের কর্মীদের ভ্যাকসিন কর্মসূচি ৭৭ ভাগ এ এবং সহযোগী কারখানাগুলোর প্রতিরক্ষামূলক কার্যক্রম ৮৫ ভাগে উন্নীত করতে সক্ষম হয়েছে। যা নিশ্চিতভাবেই কারখানাগুলোকে করোনায় এ আক্রান্ত হওয়া থেকে নিরাপদ রেখেছে এবং সংশ্লিষ্ট জনগোষ্ঠীর মধ্যে করোনা ছড়িয়ে পড়া দ্রুত কমাতে সক্ষম হয়েছে।'