প্রকাশ :
২৪খবরবিডি: 'নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের একটি বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) হইচই করার বিষয়টিকে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেছেন, এ নিয়ে এত চিন্তার কিছু নেই। মঙ্গলবার (১১ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।'
'এর আগে সোমবার (১০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ বিষয়ে কথা বলেন আরেক নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
বৈঠকে ডিসি ও এসপিদের সঙ্গে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছে : সিইসি
ওই ঘটনায় বিব্রত হলেও তিনি বিচলিত নন। তিনি বলেছিলেন, আনিছুর রহমান যে কথাগুলো বলেছেন সেগুলো সত্য এবং অমূলক নয়।'