প্রকাশ :
২৪খবরবিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। অনেক ঘাত-প্রতিঘাত আমাদের ওপর এসেছে। সেগুলো মোকাবিলা করেই বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, একদিকে করোনা অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এসব মোকাবিলা করে কিন্তু আমাদের এগিয়ে যেতে হচ্ছে। ইনশাআল্লাহ, আমরা এগিয়ে যেতে পারবো।'
'তিনি বলেন, আমাদের দেশে বন্যা, ঘূর্ণিঝড়, জলবদ্ধতা, লবণাক্ততাসহ নানা ধরনের দুর্যোগ মোকাবিলা করতে হয়। আমরা গবেষণা করে যাচ্ছি। '৯৬ সালে আমি গবেষণার জন্য আলাদা অর্থ বরাদ্দ দিয়েছি। আজকে সে গবেষণার মাধ্যমে আমাদের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, লবণাক্ত সহিষ্ণু ধান, খরা সহিষ্ণু ধানের বীজ ইতোমধ্যে উদ্বোধন
'বাঙালি জাতিকে কেউ আর দাবায়ে রাখতে পারবে না' : প্রধানমন্ত্রী
করা হয়েছে। আমরা কিন্তু কিছু বাজারজাত করতেও সক্ষম হয়েছি। তিনি আরও বলেন, খাদ্য নিরাপত্তাটাও এর সঙ্গে জড়িত। সে খাদ্য নিরাপত্তার ক্ষেত্রেও আমরা গবেষণা অব্যাহত রেখেছি। যার ফলে খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিরাপত্তা যেন করতে পারি, সে ব্যবস্থা আমরা নিয়েছি। ঘূর্ণিঝড়ের আভাস পাওয়ার পর মানুষের কী কী করতে হয়, সে বিষয়টিও আমরা ভালোভাবে প্রচার করে থাকি।'