সর্বশেষ

'ঢাবির অফিসে নির্ধারিত সময়ে না এলে ব্যবস্থা'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অফিসে নির্ধারিত সময়ে না এলে সংশ্লিষ্ট দপ্তর, বিভাগকে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রবীর কুমার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিস সময়সূচি রোববার থেকে বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।'
 

'মধ্যখানে নামাজ ও দুপুরের খাবারের বিরতি ১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। বিষয়টি সংশ্লিষ্টদের এর আগে জানানো হয়েছে। কিন্তু সম্প্রতি কিছু কর্মকর্তা-কর্মচারীর যথাসময়ে অফিসে উপস্থিত না হওয়ার বিষয়টি বিভিন্ন মাধ্যমে কর্তৃপক্ষের নজরে এসেছে। এ অবস্থায় অফিসের সব কর্মকর্তা ও কর্মচারীকে নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও যাওয়ার বিষয়টি নিশ্চিত করা এবং যারা নিয়ম লঙ্ঘন করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করা হলো। সব অনুষদের ডিন, হল প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যান, প্রক্টর, ইনস্টিটিউট, গবেষণা কেন্দ্র পরিচালক, ডেপুটি রেজিস্ট্রার, অফিস প্রধানদের এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।'


'প্রসঙ্গত, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য গত ২৪ আগস্ট থেকে ঢাবির দাপ্তরিক সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়েছে। কিন্তু দিনের দাপ্তরিক সময়ের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের চেয়ে বেশি কর্মকর্তা-কর্মচারী থাকেন অনুপস্থিত।

'ঢাবির অফিসে নির্ধারিত সময়ে না এলে ব্যবস্থা'

গত বৃহস্পতিবার দেখা যায়, নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রশাসনিক ভবনের অন্তত ২৫৪ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত ছিলেন। এজন্য কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে আসতে ও প্রস্থান সঠিক সময়ে করতে নোটিশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত