/ বার্সেলোনা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেলাস /
২৪খবরবিডি: 'প্রথম ফুটবলার হিসেবে দুইবার মেয়েদের ব্যালন ডি'অর জিতলেন বার্সেলোনা মিডফিল্ডার আলেক্সিয়া পুতেলাস। প্যারিসে সোমবার রাতে জমকালো অনুষ্ঠানে পুতেলাসের হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী 'ফ্রান্স ফুটবল'-এর ২০২২ সালের এই পুরস্কার। ২০১৮ সাল থেকে নারী ফুটবলে ব্যালন ডি'অর দেওয়া শুরু হয়। প্রথমবার জেতেন নরওয়ের আদা হেগেরবার্গ, পরের বছর যুক্তরাষ্ট্রের মেগান র্যাপিনো।'
'২০২০ সালে কোভিডের কারণে পুরস্কারটি দেওয়া হয়নি। পরের দুই বছরে জিতলেন পুতেলাস। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে পুতেয়াসের ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল।
প্রথম নারী ফুটবলে ব্যালন ডি'অর জিতলেন পুতেলাস
২০২১-২২ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুতেলাস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি। এছাড়া ছেলেদের ফুটবলে ব্যালন ডি'অর জিতেছেন রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ৩৪ বছর বয়সে জীবনে প্রথমবারের মতো ব্যালন ডি'অর জিতলেন ফরাসি ফুটবলার।'