২৪খবরবিডি: '৪৪তম বিসিএসের আবশ্যিক ও পদ সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর শুরু হয়ে চলবে ২০২৩ সালের ১১ জানুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (বিপিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আব্দুল আল মামুন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।'
'বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিসিএস পরীক্ষা-২০২১-এর আবশ্যিক পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৯ ডিসেম্বর তারিখ থেকে ১১ জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন ব্যবস্থা এবং পরীক্ষা সংক্রান্ত
২৯ ডিসেম্বর ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু
বিস্তারিত নির্দেশাবলী যথাসময়ে সংবাদ মাধ্যম ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত ২২ জুন ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করে পিএসসি। এতে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হন ১৫ হাজার ৭০৮ জন।'