সর্বশেষ

ঘূর্ণিঝড় সিত্রাং : 'ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ '

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের অন্তত আটটি ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। এসব ফ্লাইট রাত ৯টার পর থেকে বিভিন্ন সময়ে অবতরণ করে। এ ছাড়া বৈরী আবহাওয়ায় অভ্যন্তরীণ দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে।'
 

'সোমবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিষয়টি ২৪খবরবিডিকে নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমদ। তিনি জানান, বৈরী আবহাওয়ায় আটটি ফ্লাইট সিলেটে জরুরি অবতরণ করেছে। এর মধ্যে অভ্যন্তরীণ ফ্লাইট একটি ও বাকি সাতটি আন্তর্জাতিক। তিনি আরও জানান, অভ্যন্তরীণ ফ্লাইটটি সৈয়দপুর থেকে উড্ডয়ন করে ঢাকায় অবতরণ করার কথা ছিল।'


'কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সিলেটে অবতরণ করে। ওসমানী বিমানবন্দরে জরুরি অবতরণ করা আন্তর্জাতিক 

ঘূর্ণিঝড় সিত্রাং : 'ওসমানী বিমানবন্দরে ৮ ফ্লাইটের জরুরি অবতরণ '

ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, সিঙ্গাপুরের দুটি, টরন্টোর একটি, ব্যাংককের একটি, কলকাতার একটি, চেন্নাইয়ের একটি ও দুবাইয়ের একটি ফ্লাইট।'  

Share

আরো খবর


সর্বাধিক পঠিত