সর্বশেষ

'ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে করণীয় জানাল ডেসকো'

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে বলেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। সোমবার (২৪ অক্টোবর) রাতে ডেসকোর ভেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে সচেতন থাকার বিষয়টি জানানো হয়।'
 

'ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) তাদের পোস্টে উল্লেখ করেছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট এই দুর্যোগপূর্ণ সময়ে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা মেনে চলুন।'


* বৈদ্যুতিক লাইনের ওপর গাছ পড়ে থাকলে নিজেরা কাটবেন না।

* জমা পানিতে তার পড়ে থাকলে কোনোভাবেই স্পর্শ করবেন না।

 

 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ে বৈদ্যুতিক নিরাপত্তা নিশ্চিতে করণীয় জানাল ডেসকো'


* জমিতে বিদ্যুতের তার পড়ে থাকলে কখনো হাত দেবেন না।

* বৈদ্যুতিক খুঁটির কাছাকাছি যাবেন না।

* যদি পাম্প বা বৈদ্যুতিক যন্ত্রপাতি ইত্যাদি পানিতে ডুবে যায়, সেগুলো চালাবেন না।

* ঝড়ের সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম বিদ্যুতের লাইন থেকে বিচ্ছিন্ন রাখুন।


'এ ছাড়া ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে ডেসকো এলাকায় বিদ্যুৎ বিপর্যয় হলে নিয়ন্ত্রণ কক্ষের হেল্প লাইনে কল করার জন্য অনুরোধ জানানো হয়েছে ওই ফেসবুক পোস্টে।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত