প্রকাশ :
২৪খবরবিডি: 'ওয়ান ব্যাংক থেকে ১১ কোটি ৪০ লাখ টাকা আত্মসাতের মামলায় পলাতক আসামিদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার ব্যাংকটির গুলশান- ১ এর প্রিন্সিপাল অফিসার এমরান হোসেনের জামিন আবেদন খারিজ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।'
'আসামিদের বিরুদ্ধে চারটি ইনস্যুরেন্স কোম্পানির বিভিন্ন ব্যাংক হিসাব ও আসামিদের ব্যাংক হিসাবে অবৈধভাবে ১১ কোটি ৪০ লাখ টাকা স্থানান্তর ও উত্তোলনের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। মামলার আসামিরা হলেন- ওয়ান ব্যাংকের গুলশান- ১ শাখার প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ এমরান হোসেন, ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট
আত্মসাৎ ১১ কোটি টাকা : 'ওয়ান ব্যাংকের কর্তাদের গ্রেপ্তারের নির্দেশ'
শফিউল আলম, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিমলেন্দু চৌধুরী, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজার মুনতাসির রহমান সিদ্দিকী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবু কালাম মোহাম্মদ সাখাওয়াৎ হোসেন ও জুনিয়র অফিসার মো. শামিম। ব্যাংকের ওই শাখার সঙ্গে জড়িত অন্য আসামিরা হলেন- আজিজুর রহমান, রাকিবা জাহান, তানভীর হোসেন, পেশোয়ারা বেগম ও সুবু তারা হাওলাদার।'