প্রকাশ :
২৪খবরবিডি: 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে গতকাল রাজধানীতেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টির ফলে দিনশেষে মহানগরীর বিভিন্ন সড়কে তৈরি হয় জলাবদ্ধতা। হাঁটু পরিমাণ বা এরচেয়েও বেশি পানি জমেছে অনেক সড়কে। পাশাপাশি দিনভর বৃষ্টির কারণে যানবাহন চলাচল কম ছিল। ফলে দুর্ভোগে পড়েছেন কর্মজীবীরা। বাসায় ফিরতে গিয়ে ভোগান্তিতে পড়তে হয়েছে তাদের।'
/ রাধানীর অনেক এলাকাতেই তৈরি হয়েছে জলাবদ্ধতা, ফলে রাস্তাঘাট পানির নিচে /
/ কাওরান বাজার এলাকায় যানবাহনের জন্য অপেক্ষায় ঘরফিরতি লোকজন /
'রাজধানীর ধানমন্ডি-সাতাশ, কলাবাগান, পান্থপথ, গ্রিনরোড, কাওরান বাজার মোড় এলাকায় বহু মানুষকেই যানবাহনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। স্থানে-স্থানে পানি জমে যাওয়ায় গাড়ির জটও লেগেছে খানিকটা। মগবাজার এলাকায় ঘরফিরতি অনেক মানুষকেই যানবাহনের জন্য ডাকাডাকি করতে দেখা গেছে।'
গতকাল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রাজধানীতে সড়ক পানির নিচে, যানবাহন সংকট
রাত সোয়া ১০টার দিকে সিএনজি চালক ফয়সল বলেন, আমি উত্তরা, মহাখালী, মোহাম্মদপুর, ধানমন্ডি এলাকা দিয়ে আসছি। প্রচুর মানুষই রাস্তায় গাড়ির জন্য দাঁড়ায়া আছে। গাড়ির সংকট। রাস্তায় পানি। আজ কম গাড়ি নামছে সড়কে।'
/ ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাসে ওঠার জন্য যাত্রীদের লাইন /