সর্বশেষ

বৃষ্টির কারণে গাজীপুরে ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

প্রকাশ :


২৪খবরবিডি: 'ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে থেমে থেমে যানবাহন চলছে। এতে দীর্ঘ ৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকাল থেকে সড়কের খানাখন্দে যানবাহন আটকে চরম যানজটের সৃষ্টি হয়। যদিও মহানগর ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিরসনে চেষ্টা অব্যাহত রেখেছেন।'
 

'পুলিশ, যাত্রী ও বিভিন্ন পরিবহনের চালকরা জানায়, সোমবার ঘূর্ণিঝড় সিত্রাংয়ের জন্য থেমে থেমে যানবাহন চলাচল করছিল। ভারী বৃষ্টিপাতের কারণে টঙ্গীর মিলগেট এলাকায় সড়কে খানাখন্দ তৈরি হয়। এতে পানি জমে মঙ্গলবার সকাল থেকে যানজট তীব্র আকার ধারণ করে। দুপুর ১টা পর্যন্ত গাজীপুরের বোর্ড বাজার থেকে আব্দুল্লাহপুর পর্যন্ত ঢাকাগামী লেনে প্রায় ৮ কিলোমিটার এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।'


'গাজীপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বিভাগ) মো. আলমগীর হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিআরটি প্রকল্পের কাজ চলছে। ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে সৃষ্ট বৃষ্টিতে মহাসড়কের বিভিন্ন অংশে সামান্য

 বৃষ্টির কারণে গাজীপুরে ৮ কিলোমিটার এলাকায় তীব্র যানজট

খানাখন্দ তৈরি হয়। এতে যানবাহন চলাচলে ধীরগতি তৈরি হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগ চেষ্টা করছে। আশা করছি কয়েক ঘণ্টার মধ্যে যানজট পরিস্থিতি স্বাভাবিক হবে'। 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত