সর্বশেষ

রংপুরে বিএনপির গণসমাবেশ রাত পোহালেই, বাণিজ্য মেলা বন্ধ

প্রকাশ :


২৪খবরবিডি: 'অসহনীয় লোডশেডিং, তেল-গ্যাসসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবিতে রংপুরে গণসমাবেশের আয়োজন করেছে বিএনপি। শনিবার (২৯ অক্টোবর) দুপুর ২টায় জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিভিন্ন জেলা-উপজেলা থেকে এসে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন নেতা-কর্মীরা।'
 

'আর এ সমাবেশের দিন রংপুরে চলমান শিল্প ও বাণিজ্য মেলা বন্ধের ঘোষণা দিয়েছে রংপুর মেট্রোপলিটন চেম্বার। রংপুর মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন বলেন, মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা চলমান রয়েছে। যেহেতু মেলার বিপরীতে পাশের মাঠে সমাবেশ সেজন্য মেলা বন্ধ রাখা হয়েছে। ত্রিশ অক্টোবর রোববার থেকে আবার মেলার সব কার্যক্রম অব্যাহত থাকবে।'


'বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর বিভাগীয় সমাবেশের সমন্বয়কারী এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের এ গণসমাবেশে অংশগ্রহণের জন্য নেতা-কর্মীরা ছুটে আসছেন।

রংপুরে বিএনপির গণসমাবেশ রাত পোহালেই, বাণিজ্য মেলা বন্ধ

পথে পথে তাদের বাধা দেওয়া হচ্ছে। সব বাধা বিপত্তি উপেক্ষা করে তারা আসছেন। আমরা আশা করছি কানায় কানায় পরিপূর্ণ হবে শনিবারের গণসমাবেশের মাঠ।' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত