সর্বশেষ

'আগামী ৩ ডিসেম্বর মহিলা আ. লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ'

প্রকাশ :


২৪খবরবিডি: 'আগামী ৩ ডিসেম্বর বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সোমবার (৩১ অক্টোবর) রাতে আওয়ামী লীগের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।'
 

'এতে সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন। বিষয়টি জানিয়ে মহিলা আওয়ামী লীগের এক নেত্রী নাম প্রকাশ না করার শর্তে ২৪খবরবিডিকে বলেন, আজ মিটিং শেষে বের হয়ে যাওয়ার সময় সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান আমাকে ডেকে বলেন,‌ 'তোমাদের সম্মেলন তো ৩ ডিসেম্বর হতে পারে'। বৈঠক সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের সহযোগী ও অন্যান্য সংগঠনগুলোর সম্মেলনের তারিখের বিষয়ে আলাপ-আলোচনার দায়িত্ব দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে। সেই নির্দেশনা মোতাবেক সোমবার রাতে দলটির নেতারা জরুরি সভায় বসেন। সেখানে মহিলা আওয়ামী লীগসহ বেশ কয়েকটি সংগঠনের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়।'


'আজ (১ নভেম্বর) দুপুরে ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন এবং তারিখ চূড়ান্ত করে নিয়ে আসবেন বলে জানা গেছে। জরুরি সভার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ

 'আগামী ৩ ডিসেম্বর মহিলা আ. লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ'

ফ ম বাহাউদ্দিন নাছিম ২৪খবরবিডিকে বলেন, আজ আমরা বসেছিলাম। সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত