প্রকাশ :
২৪খবরবিডি: 'পূর্বঘোষণা ছাড়াই বরিশাল-ভোলা রুটের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে লঞ্চ মালিক কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল থেকে বরিশাল নদী বন্দর ও ডিসি ঘাট থেকে লঞ্চ পারাপার বন্ধ রয়েছে। বরিশাল নদীবন্দর থেকে ভোলার উদ্দেশে কোনো লঞ্চ ছেড়ে যায়নি। ভোলা থেকেও কোনো লঞ্চ ছেড়ে আসেনি।'
'প্রয়োজনে নেতাকর্মী ও সাধারণ মানুষ পায়ে হেঁটে, সাইকেলে, ট্রলার ও নৌকায় চেপে আসবে। এদিকে সুনির্দিষ্ট কোনো কারণ ছাড়াই ৫ নভেম্বর পর্যন্ত ভোলা-বরিশাল নৌ রুটে যাত্রীবাহী স্পিডবোট চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকেরা। ভোলার স্পিডবোট ঘাটের দায়িত্বে থাকা মঞ্জুরুল আলম বলেন, ধর্মঘট ডাকা হয়েছে ৫ নভেম্বর পর্যন্ত। কী কারণে এই
'বরিশাল-ভোলা রুটে হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ''
ধর্মঘট ডাকা হয়েছে তিনি জানাতে পারেননি। বরিশাল স্পিডবোট ঘাটের লাইন ইনচার্জ তারেক শাহ বলেন, বরিশাল থেকে কোনো বোট বন্ধ হয়নি। ভোলা থেকে বোট বন্ধ করা হয়েছে, তবে কোনো কারণ জানাননি তারা। এদিকে স্পিডবোট বুধবার সন্ধ্যা থেকে বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।'