প্রকাশ :
২৪খবরবিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বাণীতে বলেন, আমি জেনে আনন্দিত যে তৃতীয় ইলেক্ট্রনিক ওয়ার্ল্ড মার্কেটিং সামিট (ইডব্লিওএমএস) ৬-৭ নভেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হচ্ছে।
'শেখ হাসিনা বলেন, আমাদের সরকার জনগণের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। ক্ষুদ্র ব্যবসা, উদ্যোক্তা, ই-কমার্স, আইটি সেক্টর ইত্যাদি ক্ষেত্রে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ চালু করার জন্য জামানত-মুক্ত ব্যাংক ঋণ পাওয়ার ব্যবস্থা আছে। প্রধানমন্ত্রী বলেন, লিঙ্গ ভারসাম্যের নীতির
'ওয়ার্ল্ড মার্কেটিং সামিট উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা'
দ্বারা পরিচালিত, সরকার দরিদ্র, প্রান্তিক এবং যারা পিছিয়ে আছে তাদের সুবিধার জন্য তার প্রচেষ্টা উৎসর্গ করেছে। তিনি বলেন, উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাকে সমুন্নত রেখে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত এবং একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে এগিয়ে চলেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় বিশ্ব বিপণন সম্মেলনের সফলতা কামনা করেন।'