সর্বশেষ

হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে

প্রকাশ :


(অ্যাডভোকেট কামরুল ইসলাম)

২৪খবর বিডি : ' রাজশাহী সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়া সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপিকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়েছে। বুধবার বিকাল ৫ টা৫০ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টার রাজশাহী থেকে উড়াল দেয়। তবে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।'

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য জানিয়েছেন।  

* ডায়রিয়ায় আক্রান্ত হওয়ায় কামরুল ইসলামকে বুধবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, কামরুল ইসলামের কমপক্ষে ৯/১০ বার পাতলা পায়খানা হয়েছে। তবে ভর্তির পর তাকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে। পাতলা পায়খানার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে। ব্লাড প্রেশার একটু কমেছে।  

 

'' হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে ''


* সকালে ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর কামরুল ইসলামের চিকিৎসায় রামেক হাসপাতালের অধ্যাপক ডা. খলিলুর রহমানকে প্রধান করে নয়জন চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়। তারা তাকে পর্যবেক্ষণের পর ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন।  

' এদিকে, অসুস্থ বামরুল ইসলামকে দুপুরে রামেক হাসপাতালে দেখতে যান আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি দলের এই সিনিয়র নেতার চিকিৎসা সম্পর্কে খোঁজ-খবর নেন এবং প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য রামেক হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন। ' 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত