প্রকাশ :
২৪খবরবিডি: 'বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রু সীমান্তে র্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে র্যাবের এক সদস্য আহত হয়েছেন। সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ি সীমান্তের নো ম্যান্স ল্যান্ড (শূন্যরেখা) এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।'
'কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আশিকুর রহমান বলেন, আহত র্যাব সদস্যের অবস্থা আশঙ্কাজনক। তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার প্রস্তুতি চলছে। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, র্যাবের সঙ্গে গোলাগুলির খবর পেয়েছি। আমি ঘুমধুমে না থাকার কারণে
'বান্দরবানে তুমব্রু সীমান্তে গোলাগুলি, আহত র্যাব সদস্য'
বিস্তারিত বলতে পারছি না। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, নাইক্ষ্যংছড়িতে শূন্যরেখা এলাকায় র্যাবের সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গ্রুপ আল ইয়াকিনের গোলাগুলির খবর শুনেছি। আমরা ঘটনারস্থলে যাচ্ছি, পরে বিস্তারিত জানানো যাবে। এ বিষয়ে র্যাবের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।'