প্রকাশ :
২৪খবরবিডি: 'বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে জব্দ তালিকার সাক্ষী র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) উপ-পরিদর্শক আবু হেনা মোহাম্মদ মোস্তফা কামালের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।'
'গত বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।এর আগে গত বছরের ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টা অভিযান চালিয়ে বনানীর বাসা
'১৫ ডিসেম্বর পরীমণির বিরুদ্ধে মাদক মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ'
থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।'