সর্বশেষ

'রঙিন সাজে ঢাবির হলগুলো বিশ্বকাপের আমেজে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'বাঙালির সবচেয়ে প্রিয় খেলা বলা হয় ফুটবলকে। পাড়া, মহল্লায় ছোট ফুটবল ম্যাচকে ঘিরেও দর্শক সমাগম ও উন্মাদনা সেটই প্রমাণ করে। আর ফুটবল বিশ্বকাপ মানেই বাড়তি উত্তেজনা। পাড়া, মহল্লায় কিংবা রাস্তার মোড়ে বা বন্ধুদের আড্ডায় চলতে থাকে বিতর্ক- 'কার টিম সেরা'।
 

'তবে ফুটবল বিশ্বকাপ বাংলাদেশে একটু বাড়তি উত্তেজনার জানান দিয়েই আসে। যার প্রকাশ ঘটে বাঙালি ফুটবলপ্রেমী দর্শকদের উন্মাদনা ও সমর্থন করা দেশটির পতাকা টানানোতে। আর এই বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন দেশের পতাকার রঙে রঙিন সাজে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো।বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শোভা পাচ্ছে শিক্ষার্থীদের প্রিয় দল আর্জেন্টিনার আকাশি-নীল, ব্রাজিলের নীল-সবুজ, জার্মানি ও পর্তুগালের পতাকা। পতাকা টানাতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে সমর্থকরা। কার চেয়ে কে কত বড় পতাকা টানাতে পারে সেটি নিয়ে চলছে প্রতিযোগিতা। ইতোমধ্যে বিভিন্ন হলের সাত-আটতলা ভবনের ওপর থেকে নিচ পর্যন্ত ঝুলছে ব্রাজিল-আর্জেন্টিনার পতাকা।'



'প্রতিযোগিতায় শুধু হল সাজানোতেই থেমে নেই। ঢাবি শিক্ষার্থীরা প্রায়শই রাত হলে নিজ নিজ দলের সমর্থনে বের করে মিছিল। পাল্লা দিয়ে বের হয় প্রতিপক্ষও। সমর্থনে সবাই সবাইকে ছাড়িয়ে প্রচেষ্টা। বিভিন্ন হলে দেওয়া হয়েছে সমর্থক গোষ্ঠীর কমিটিও। ব্রাজিল-আর্জেন্টিনা দুদলের সমর্থকরাই বেশ উচ্ছ্বসিত ও আশাবাদী এবারের বিশ্বকাপ জয়ের ব্যাপারে। আর্জেন্টিনার সমর্থকরা চাইছেন নিজের শেষ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়ে বিদায় নিক লিওনেল মেসি। সেটিই

'রঙিন সাজে ঢাবির হলগুলো বিশ্বকাপের আমেজে'

হবে বলে তাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী আর্জেন্টিনার সমর্থক মোছাদ্দেক বিল্লাহ বলেন, কাতার বিশ্বকাপকে ঘিরে অপরূপ রূপে সেজেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। ফুটবল আমার প্রিয় খেলা৷ সেই ছোটবেলা থেকেই ফুটবলের আবহের মধ্যেই বড় হয়েছি। ফুটবল বোঝার পর থেকে আমি আর্জেন্টিনার সমর্থক। ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের খুব কাছে গিয়েও ফিরে আসতে হয়েছে। বর্তমানে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে নিয়ে আমি  স্বপ্ন দেখছি।'


 

'তিনি মনে করেন, এই বিশ্বকাপে আর্জেন্টিনার ২৬ সদস্যের স্কোয়াড ও জাতীয় দলে লিওনেল মেসির সাম্প্রতিক নৈপুণ্য মূলত আমার সবচেয়ে বড় শক্তির জায়গা। কোচ লিওনেল স্কলানি চার বছর ধরে এই দলটাকে গড়ে তুলেছেন। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান আর্জেন্টিনার স্কোয়াডকে আমি বিশ্বসেরা বলছি না। তবে দলীয় কম্বিনেশন ও জাতীয় দলের প্রতিটি খেলোয়াড়ের উজাড় করে দেওয়ার মানসিকতা এই দলটাকে অন্যান্য দলের চেয়ে এগিয়ে রাখবে। লিওনেল মেসির নেতৃত্বেই এবার আর্জেন্টিনার বিশ্বকাপ খরা কাটবে বলে বিশ্বাস রাখছি৷ ব্রাজিল সমর্থকরা মনে করেন এবার চ্যাম্পিয়ন হবে সেলেকাওরা। ২০০২সালের পর আর কোনও বিশ্বকাপ জেতেনি পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।  তাদের সমর্থকদের কাছে এবারের বিশ্বকাপ 'হেক্সা মিশন'। তাদের বাড়তি বিশ্বাস দিচ্ছে বর্তমান ওয়ার্ল্ড র‌্যাংকিং ও বিভিন্ন ক্লাবে দুর্দান্ত ফর্মে থাকা ব্রাজিলিয়ান খেলোয়াড়রা। ব্রাজিল সমর্থক সাব্বির হোসন সবুজ বলেন, এখন পর্যন্ত আমারই সর্বোচ্চ চ্যাম্পিয়ন। বর্তমান র‌্যাংকিং ও আমাদের প্লেয়ারদের দুর্দান্ত ফর্মই বলে দিচ্ছে আমরা চ্যাম্পিয়ন হবো।'

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত