প্রকাশ :
২৪খবরবিডি: 'নেইমার ও কিলিয়ান এমবাপের সঙ্গে তুলনা তরুণ যে কোনো ফুটবলারদের জন্য বড় এক পাওয়া। ফিল ফোডেন অবশ্য এখনই নিজেকে পিএসজির এই দুই তারকার সঙ্গে একই কাতারে দেখতে নারাজ। তবে লক্ষ্যে স্থির থেকে একটা সময় তাদের পর্যায়ে উঠতে চান ইংলিশ মিডফিল্ডার।'
'তিনি আরও বলেন, এজন্য সঠিক লক্ষ্যে ছোট ছোট পদক্ষেপ নিতে হবে। এখন আমি কেবল আমার ক্লাবের ফর্ম জাতীয় দলে নিতে চাই। এই বছর ক্লাবের হয়ে আমার যে ফর্ম, আমি অনেকগুলো গোল করেছি এবং জাতীয় দলের হয়েও আমি তা করতে চাই। ফোডেন মনে করেন, ইংল্যান্ডের হয়ে এখনও তার সেরাটা দেখা যায়নি। বিশ্বকাপে নিজের জাত চেনাতে
'এবারের বিশ্বকাপে নিজের জাত চেনাতে চান ফোডেন'
চান তিনি। ফোডেন বলেন, বিশ্বমানের হতে হলে আমাকে বড় ম্যাচে ও বড় মঞ্চে গোল করতে হবে। আমি জানি, আমার এই সামর্থ্য আছে। সেজন্য আমি চেষ্টা করে যাচ্ছি এবং উন্মুখ হয়ে আছি। কাতার বিশ্বকাপে 'এ' গ্রুপে আছে ইংল্যান্ড। আগামী সোমবার প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইরান। গ্রুপের অন্য দুই দল ওয়েলস ও যুক্তরাষ্ট্র।'