সর্বশেষ

'অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ'

প্রকাশ :


/ উত্তরার বস্তিতে আগুন /

২৪খবরবিডি: 'উত্তরা ৮ নম্বর সেক্টরের বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে জরুরি ভিত্তিতে ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। শনিবার (১৯ নভেম্বর) বিকেলে উত্তরা ৮ নম্বর সেক্টর এলাকায় সোনালী ব্যাংক অফিসার্স কোয়াটার্স সংলগ্ন বস্তিতে এই অগ্নিকাণ্ড ঘটে'।'
 

'এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেন মেয়র আতিকুল ইসলাম। শনিবার রাতে বিষয়টি জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন। তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, বিষয়টি তদন্তনাধীন। উত্তরা ও টঙ্গীর ছয়টি ইউনিট সমন্বিতভাবে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—প্রায় ১০০-১১০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ও পুড়ে যাওয়া ঘরগুলো তালিকা প্রণয়নের কাজ চলছে। তালিকা প্রণয়ন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা দেওয়া হবে।'


'তাৎক্ষণিকভাবে ডিএনসিসি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-১) মো. জুলকার নায়ন, প্রধান সমাজ কল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মামুন-উল-হাসান, স্থানীয় কাউন্সিলর আফসার উদ্দিন খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান

'অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে ৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশ'

তিনি। মকবুল হোসাইন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য কাউন্সিলরের পক্ষ থেকে রাতের খাবারসহ জরুরি প্রয়োজনীয় বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত