সর্বশেষ

'চলতি সপ্তাহে দূরপাল্লার গোলাবর্ষণে নিহত ৬০ রুশ সেনা, দাবি কিয়েভের'

প্রকাশ :


/ অস্ত্র ও অর্থ দিয়ে ইউক্রেনকে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো /

২৪খবরবিডি: 'চলতি সপ্তাহে দূরপাল্লার আর্টিলারি আক্রমণে রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। আল জাজিরার খবরে বলা হয়েছে, এ নিয়ে চারদিনের মাথায় ইউক্রেন দ্বিতীয়বারের মতো এক হামলায় বেশ সংখ্যক রুশ সেনা হত্যার দাবি করল। ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক বার্তায় বলেন, তাদের বাহিনী খেরসনের ৪০ কিলোমিটার দক্ষিণে গোলাবর্ষণ করে।'
 

'এতে রুশ পক্ষে হতাহতের এই ঘটনা ঘটে। গত সপ্তাহে রুশ বাহিনী খেরসন থেকে পিছু হটে। ইউক্রেনীয় বাহিনী এই তথ্য জানালেও বিস্তারিত কোনো কিছু জানায়নি। অন্যদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি। রয়টার্স বলছে, স্বতন্ত্রভাবে এই তথ্য তারা যাচাই করতে পারেনি।যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লার রকেট
'চলতি সপ্তাহে দূরপাল্লার গোলাবর্ষণে নিহত ৬০ রুশ সেনা, দাবি কিয়েভের'
ব্যবস্থা দিয়েছে। এই রকেট ৮০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ।রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে—এমন অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করা নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে রাশিয়া। দেশটির রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ পশ্চিমাদের উদ্দেশে  বলেছিলেন, যুদ্ধের উত্তেজনা বাড়াতে এটা হবে মারাত্মক একটি পদক্ষেপ।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত