প্রকাশ :
২৪খবরবিডি: 'কাতারে বিশ্বকাপ খেলতে পা রাখার পর যেসব বিষয় নিয়ে চিন্তিত ছিল নেদারল্যান্ডস ক্যাম্প, তার মধ্যে অন্যতম ছিল 'কে হবেন প্রথম ম্যাচের গোলরক্ষক?' কারণ বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া তিন গোলরক্ষকের মধ্যে তেমন অভিজ্ঞ নন কেউই, এর মধ্যে একজনের তো আন্তর্জাতিক অভিষেকই হয়নি। সিদ্ধান্ত নিতে ভালোই বেগ পেতে হয়েছে ডাচ কোচ লুই ফন গালকে।'
'উল্টো ডাচদের অরক্ষিত রক্ষপণের সুযোগ পেয়ে আক্রমণে ওঠে সেনেগাল। এর পরের গল্পটা নোপার্টের। সেনেগালের একের পর এক আক্রমণে যখন অতিষ্ঠ হয়ে উঠছিল ডাচ রক্ষণভাগ, তখন একাই দেয়াল হয়ে গোলবার রক্ষা করেছেন নোপার্ট। ৬৫ মিনিটে বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া পাপে গেয়ের শট ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন অভিষিক্ত এ
'ডাচদের ম্যাচজয়ের নায়ক সেই নোপার্টই'
গোলরক্ষক। এরপর ৭৩ তম মিনিটে আবারও গেয়ের শট ফিরিয়ে দেন নোপার্ট। এই ঘটনার ১১ মিনিট পর প্রথমবার সেনেগালের জালে বল জড়িয়ে ডাচ শিবিরে স্বস্তি এনে দেন গাকপো। কিন্তু সে লিডও নষ্ট হতে পারতো পরের মিনিটেই। যদি না পোস্ট ঘেঁষে নেওয়া গেয়ের শট ঝাঁপিয়ে পড়ে ঠেকাতেন নোপার্ট। নায়কের বেশে অভিষেক জয় নিয়ে মাঠ ছাড়েন নোপার্ট।'