সর্বশেষ

'খতিয়ে দেখা জরুরি পরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না'

প্রকাশ :


২৪খবরবিডি: 'পরিকল্পনা শুধু প্রণয়ন করলেই হবে না বরং সেটার বাস্তবায়ন কেন হচ্ছে না তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে গুলশান অ্যাভিনিউয়ের হোটেল রেনেসাঁয় আয়োজিত আলোচনা সভায় বক্তার এ মন্তব্য করেন। 'বঙ্গবন্ধুর নগর ভাবনা ও বাংলাদেশ ২০৪১: স্বপ্ন, সম্ভাবনা ও বাস্তবায়নের পথ নকশা' শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি)।'
 

'বিআইপির সভাপতি পরিকল্পনাবিদ ফজলে রেজা সুমন বলেন, পরিকল্পনা প্রণয়নের আগে সেটি টেকসই কী-না তা বিবেচনা করতে হবে। স্বাধীনতা পরবর্তী এ ৫০ বছরে অনেক পরিকল্পনা নেওয়া হলেও সেগুলোর সঠিক বাস্তবায়ন হয়নি। এলজিইডি কর্তৃক ২৪৫টি উপজেলা প্রণয়ন করা হলেও গেজেটেড হয়েছে মাত্র ৫টি। তাই পরিকল্পনা শুধু প্রণয়ন করলেই হবে না বরং সেটার বাস্তবায়ন কেন হচ্ছে না তা খতিয়ে দেখা জরুরি। খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক গোলাম মর্তুজা বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক অনুশাসন প্রদান সত্ত্বেও কেন মহা-পরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে না তা খতিয়ে দেখা উচিত। দেশকে বাঁচাতে ন্যাশনাল ফিজিক্যাল প্ল্যানের গুরুত্ব উল্লেখপূর্বক জাতীয় সংসদে তা বিবেচনার অনুরোধ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অসম নগরায়নের ক্ষতিকর প্রভাব থেকে দেশকে বাঁচাতে উপজেলা পর্যায়ে পরিকল্পনার প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। সামগ্রিক পরিকল্পনা করে উন্নয়ন করার প্রতি তাগিদ থাকা প্রয়োজন। ইতিমধ্যে গঠিত নগরের অবকাঠামো বিবেচনা করে পরিকল্পনাবিদদের জ্ঞান কাজে না লাগালে নগর হবে বিড়ম্বনার জায়গা।'


'শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষাপট অনুযায়ী নিরীক্ষা ও হালনাগাদ করা প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, শুধু ঢাকা ও চট্টগ্রাম শহরকে নিয়ে না ভেবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করলে আমারা দেশকে বাঁচাতে পারব। উন্নত দেশের

'খতিয়ে দেখা জরুরি পরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না'

মত নগর পরিকল্পনা ও গঠনের জন্য নাগরিক পরিষেবাদি সরবরাহের প্রতি গুরুতারোপ করতে হবে। ঢাকা দক্ষিণ সিট করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নগরকে সুন্দর করে সাজাতে ও বাসযোগ্য করতে নগর পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। শুধুমাত্র ঢাকার সিটি করপোরেশনে নয়, সারা দেশের সিটি করপোরেশনে নগর পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তি করা প্রয়োজন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত