প্রকাশ :
২৪খবরবিডি: 'পরিকল্পনা শুধু প্রণয়ন করলেই হবে না বরং সেটার বাস্তবায়ন কেন হচ্ছে না তা খতিয়ে দেখা জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। মঙ্গলবার (২২ নভেম্বর) রাতে গুলশান অ্যাভিনিউয়ের হোটেল রেনেসাঁয় আয়োজিত আলোচনা সভায় বক্তার এ মন্তব্য করেন। 'বঙ্গবন্ধুর নগর ভাবনা ও বাংলাদেশ ২০৪১: স্বপ্ন, সম্ভাবনা ও বাস্তবায়নের পথ নকশা' শীর্ষক গোল টেবিল বৈঠকের আয়োজন করে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি)।'
'শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, যেকোনো উন্নয়ন পরিকল্পনা প্রেক্ষাপট অনুযায়ী নিরীক্ষা ও হালনাগাদ করা প্রয়োজন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেন, শুধু ঢাকা ও চট্টগ্রাম শহরকে নিয়ে না ভেবে জেলা ও উপজেলা পর্যায়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করলে আমারা দেশকে বাঁচাতে পারব। উন্নত দেশের
'খতিয়ে দেখা জরুরি পরিকল্পনা কেন বাস্তবায়ন হচ্ছে না'
মত নগর পরিকল্পনা ও গঠনের জন্য নাগরিক পরিষেবাদি সরবরাহের প্রতি গুরুতারোপ করতে হবে। ঢাকা দক্ষিণ সিট করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, নগরকে সুন্দর করে সাজাতে ও বাসযোগ্য করতে নগর পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তির বিকল্প নেই। শুধুমাত্র ঢাকার সিটি করপোরেশনে নয়, সারা দেশের সিটি করপোরেশনে নগর পরিকল্পনাবিদদের অন্তর্ভুক্তি করা প্রয়োজন।'