২৪খবরবিডি: 'আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মেহের আফরোজ চুমকি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শবনম জাহান শিলা। গতকাল বিকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ জাতীয় সম্মেলনে নতুন নেতাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।'
'সম্মেলনে আসা হাজারো নারীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আপনাদের কি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ওপর আস্থা আছে? জবাবে উপস্থিত নেত্রীরা দুই হাত উঁচু করে সম্মতি দেন। এ সময় মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ষষ্ঠ সম্মেলনে মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পাওয়া মেহের আফরোজ চুমকি বাংলাদেশ আওয়ামী লীগের রানিং কমিটির মহিলা বিষয়ক সম্পাদক ছিলেন। তিনি গাজীপুর ৫ আসনের সংসদ সদস্য। এ ছাড়া শবনম জাহান শিলা সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা মহানগর উত্তর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
'বাংলাদেশ মহিলা লীগের সভাপতি চুমকি সম্পাদক শিলা'
এ ছাড়া মহিলা আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের সভাপতি নির্বাচিত হয়েছেন সাহেদা খানম দিপ্তী, সাধারণ সম্পাদক হাসিনা রাবী চৌধুরী। আর দক্ষিণের সভাপতি সাবেরা বেগম স্বপদে বহাল রয়েছেন, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন পারুল আক্তার। এর আগে ২০১৭ সালের ৪ মার্চ মহিলা আওয়ামী লীগের পঞ্চম সম্মেলন হয়েছিল। এতে সাফিয়া খাতুন সভাপতি এবং মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তিন বছর মেয়াদি কমিটি হলেও পাঁচ বছর পর নতুন নেতৃত্ব পেল মহিলা আওয়ামী লীগ।'