প্রকাশ :
২৪খবরবিডি: 'গত বছরের অক্টোবরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেটেরিনারি কর্মকর্তা হিসেবে যোগদান করেন পাঁচ কর্মকর্তা। তবে এক বছর না পেরোতেই পাঁচ কর্মকর্তা একসঙ্গে সিটি করপোরেশনের চাকরি ছাড়ার জন্য আবেদন করেছেন। তারা সবাই ৪০তম বিসিএসের পশুসম্পদ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন।'
'এজন্যই সবাই চলে যায়।' তিনি আরও বলেন, 'আমরা যদি পাঁচজনই থাকতাম, তাহলে একজনের শুধু জনস্বাস্থ্য কর্মকর্তা পদে পদোন্নতি হতো। আর বাকি সবাই এক জায়গায়ই থেকে যেতো।' এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা বলেন, 'চলে গেছে তো আমরা নিয়োগ দেবো। কারও যদি বিসিএস হয়ে যায়, ভালো সুযোগ হয়। তার ক্যারিয়ার গড়ার সুযোগ।'
'ডিএনসিসির পাঁচ ভেটেরিনারি কর্মকর্তাই চাকরি ছাড়ছেন'
টাকা খরচ করে নিয়োগ পরীক্ষা দিয়ে মেধাবীদের রাখতে না পারার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, 'আমরা লুজার হচ্ছি। কিন্তু আমরা তো মেধার সঙ্গে আপস করে কাউকে নিয়োগ দিতে পারবো না।' তিনি জানান, চাকরিকে আকর্ষণীয় করার অর্গানোগ্রাম সংশোধন ও সেবার খাত সৃষ্টির জন্য পশু হাসপাতাল ও জবাইখানা নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হচ্ছে।'