প্রকাশ :
২৪খবরবিডি: 'রাশিয়া বিশ্বকাপে উরুগুয়ের কাছে হেরে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। এবার সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করলো পর্তুগাল। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকে উরুগুয়ের বিদায় অনেকটাই নিশ্চিত। ম্যাচে জোড়া গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস।'
'ম্যাচের ৭৩ মিনিটে কাভানির পরিবর্তে লুইস সুয়ারেসকে মাঠে নামান উরুগুয়ের কোচ দিয়েগো আলানসো। সুয়ারেস মাঠে নামার সঙ্গে সঙ্গে একটি নতুন রেকর্ডও হয়েছে। একই ম্যাচে পাঁচজন ৩৫ বছরের বেশি বয়েসি ফুটবলার খেলার রেকর্ড। বিশ্বকাপে ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেনি। পাঁচ বয়স্ক ফুটবলার হলেন পেপে (৩৯), রোনালদো (৩৭), গডিন (৩৬), সুয়ারেস (৩৫) এবং কাভানি (৩৫)। গোল হজমের পর গোল শোধ করতে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। সুয়ারেস মাঠে আসার পর আক্রমণের ধার বাড়ে তাদের।
'শেষ ষোলোতে পর্তুগাল এক ম্যাচ হাতে রেখেই'
বেশ কিছু ভালো সুযোগ তৈরি করলেও তা কাজে লাগাতে পানি উরুগুয়ে। উল্টো ৯০ মিনিটে পেনাল্টি পেয়ে যায় পর্তুগাল। পেনাল্টি বক্সের ভেতর গিমিনেজের হ্যান্ড বলের কারণে পেনাল্টি পায় পর্তুগাল। গিমিনেজের দু'পায়ের মাঝে দিয়ে বল নিতে চেয়েছিলেন ব্রুনো ফার্নান্দেস। তবে তা ট্যাকল করতে গিয়ে হ্যান্ডবল হয়। ভিএআর থেকে পেনাল্টির সিদ্ধান্ত নেন রেফারি। সুযোগ কাজে লাগাতে কোনও ভুল করেননি ব্রুনো ফার্নান্দেস। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-০ গোলের জয় এনে দেন তিনি।'