সর্বশেষ

সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করতে চায় ইসি

প্রকাশ :


/ফাইল ছবি/

২৪খবর বিডি: ' আসন্ন ১৫ জুন কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে ভোটকেন্দ্র ও ভোট কক্ষে সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার (১২ মে) নির্বাচন কমিশনার মো. আলমগীর এই তথ্য গণমাধ্যমকে জানান।'

 * তিনি বলেন, কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রের বাইরে একটি এবং প্রতিটি ভোটকক্ষে (ভোটাররা যেখানে ভোট দেন সেই গোপন স্থান ছাড়া) একটি করে সিসি টিভি থাকবে। যাতে সেখানে কোনা অনিয়ম হলে পরবর্তীতে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া যায়। তিনি আরও বলেন, রিটার্নিং কর্মকর্তা যখন নির্বাচনী মালামাল নিয়ে ভোটকেন্দ্রে যাবেন, তখন বা তার আগে থেকেই সিসি ক্যামেরা থাকবে। আর ভোটগণনা হয়ে রেজাল্ট ঘোষণার পর পর্যন্ত থাকবে।

গণমাধ্যম কর্মীদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভিএম কাস্টমাইজ ও ভোটগণনার সময় প্রার্থী এবং প্রার্থীর প্রতিনিধি নির্বাচনের প্রতিটি স্তরে রাখতে হবে। এটা আমাদের আইনেই আছে।


 

''  সিসি ক্যামেরায় ভোট পর্যবেক্ষণ করতে চায় ইসি  ''


' কুসিক নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আজ থেকে তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে। এছাড়া নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আগামী ১৫ মে থেকে এক প্লাটুন বিজি মোতায়েন করা হবে বলেও জানান তিনি।'

* কর্মকর্তারা জানান, বুধবার পর্যন্ত কুসিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুসহ ১৬৮ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ২৫ এপ্রিল নির্বাচন কমিশন ঘোষিত তফসিলে কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে ঘোষণা করেন। একই তফসিলে ছয়টি পৌরসভা ও ১৩৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। স্থানীয় সরকার এসব নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, বাছাই ১৯ মে,রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২০-২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩-২৫ মেমনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন ২৬ মে, প্রতীক বরাদ্দ ২৭ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১৫ জুন।

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত