প্রকাশ :
২৪খবরবিডি: 'পাবনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাবনা শহরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও নাশকতার অভিযোগ দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যার দিকে পাবনা শহরের কালাচাঁদ পাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।'
'১০ তারিখের ঢাকার গণসমাবেশ যাতে না হয় এই জন্য নেতাকর্মীদের মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে। সবার মাঝে আতঙ্ক তো কাজ করছেই। আমাকেও গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। কিন্তু নেতাকর্মীদের বাধায় আমাকে ছেড়ে দিয়েছে। নেতাকর্মীরা গণসমাবেশে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে আছেন। গ্রেপ্তার হলে গ্রেপ্তার হবে সমস্যা নাই, আমরা
'গতকাল পাবনায় বিএনপির যুগ্ম আহ্বায়ক বাবু গ্রেপ্তার, আতঙ্কে নেতাকর্মীরা'
সেই সিস্টেমেই আছি।' উল্লেখ্য, ২০ (নভেম্বর) বিকেলে পাবনা শহরের আলিয়া মাদ্রাসা সড়কের খেয়াঘাটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ও নাশকতার অভিযোগে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পাবনা সদর থানা পুলিশ।'