সর্বশেষ

'হঠাৎ রাজধানীজুড়ে অভিযান, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত'

প্রকাশ :


২৪খবরবিডি: 'হঠাৎ করে ব্লকরেইডের নামে রাজধানীজুড়ে অঘোষিত অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার অংশ হিসেবে মতিঝিলের ফকিরাপুল কালভার্ট রোডের মুখে হোটেল রহমানিয়ায় অভিযান চালিয়েছে পুলিশ। সন্ধ্যা সাতটার দিকে এই অভিযান চালানো হয়। শনিবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ২৪খবরবিডিকে বিষয়টি নিশ্চিত করেন রাজধানীর মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন আরাফাত।'
 

'তিনি বলেন, মতিঝিল থানা এলাকায় সব আবাসিক হোটেলে অভিযান চালানো হচ্ছে। আজকে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে অভিযান। এটা চলবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত। বেশ কয়েকটি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়েছে। তবে আজকের অভিযানে কাউকে আটক করা হয়নি। কী উপলক্ষে এই অভিযান শুরু করেছেন জানতে চাইলে ওসি বলেন, ১৬ ডিসেম্বরসহ বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে এই অভিযান চলছে। এটা বিজয় দিবস পর্যন্ত রুটিন ওয়ার্ক হিসেবে করা হবে। এরআগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসার সামনে ব্যারিকেড দেওয়া হয়েছে। রাত পৌনে ১০টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের দু'পাশে ব্যারিকেড ও তল্লাশি চৌকি বসায় পুলিশ। যাকে পুলিশ বলছে ব্লকরেইডের অংশ। একইসঙ্গে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।'


'ব্যারিকেড বসানোর পর কার্যক্রম দেখতে আসেন গুলশান থানার ওসিসহ ডিএমপি গুলশান বিভাগের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তবে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তারা। এছাড়া রাজধানীর গুলশান, বনানী, কাকলী ও দক্ষিণখানসহ উত্তরার বিভিন্ন এলাকায় ব্লকরেইড অভিযান চালিয়েছে পুলিশ।

'হঠাৎ রাজধানীজুড়ে অভিযান, চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত'

বিভিন্ন হোটেল ও মেসে জঙ্গি ও নাশকতা সন্দেহে অভিযান চালাচ্ছে তারা। তবে এখন পর্যন্ত কোনও গ্রেফতারের তথ্য জানায়নি পুলিশ। এদিকে, বিএনপির রাজশাহী গণসমাবেশ থেকে ফেরার পথে যুবদল সভাপতি সালাহউদ্দিন টুকুসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করে দলটি।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত