প্রকাশ :
২৪খবরবিডি: 'ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, মাঠ ছাড়া রাস্তায় সমাবেশ করার অনুমতি পাবে না বিএনপি। সোহরাওয়ার্দী উদ্যানে নয়, পল্টন দলীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশের আয়োজন ও বিএনপির পক্ষ থেকে অনুমতির চাওয়ার বিষয়ে মন্তব্য জানতে আজ ডিএমপি কমিশনারের সঙ্গে যোগাযোগ করেন সাংবাদিকরা।'
'অন্যদিকে ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ নয়াপল্টনেই করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রশাসন চাইলে পছন্দের জায়গার বিকল্প নাম দেবে বিএনপি।
'বিএনপি মাঠ ছাড়া রাস্তায় সমাবেশের অনুমতি পাবে না'
মির্জা আব্বাস বলেন, সোহরাওয়ার্দী উদ্যান আর তুরাগ পার ছাড়া ঢাকা মহানগরীর ভেতরে সন্তোষজনক কোনো স্থান হলে বিবেচনা করা হবে।নয়াপল্টনের বিকল্প কোনো জায়গা বিএনপির পছন্দ আছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন, আমাদের যদি বলে আমরা পছন্দ করে দেব। কিন্তু এখন নাম বলব না।'