প্রকাশ :
২৪খবরবিডি: 'কাজের দীর্ঘসূত্রিতা দূর করে সেবা সহজীকরণ ও নির্ধারিত সময়ের মধ্যে সেবাগ্রহীতাকে সেবাদানে রাজউকের সব কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা। মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাজউক সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে রাজউক চেয়ারম্যান এ বিষয়ে ৭ দফা নির্দেশ প্রদান করে রাজউকের সব কর্মকর্তা ও সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েছেন।'
'পর্যাপ্ত জনবলের অভাবে দপ্তরের কার্যক্রম ব্যাহত হওয়ায় সাংগঠনিক কাঠামো অনুযায়ী শূন্যপদসমূহে দ্রুত জনবল নিয়োগ প্রদান এবং নিয়োগ প্রক্রিয়া সম্পাদনের পাশাপাশি কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের কর্মস্পৃহা বৃদ্ধি ও উৎসাহ প্রদানের জন্য দ্রুত পদোন্নতির কার্যক্রম সম্পন্ন করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
'সেবাগ্রহীতাকে সেবাদান সহজ করার নির্দেশ রাজউক চেয়ারম্যানের'
রাজউকের সেবা প্রদানে বিলম্বিত বা দীর্ঘসূত্রিতার কারণে দায়ী কর্মকর্তা, কর্মচারীদের শনাক্ত করে শাস্তির আওতায় আনা হবে। সব পর্যায়ের দায়িত্বরত কর্মকর্তাগণকে স্ব-স্ব নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের কাছে দৈনন্দিন কার্যক্রমের ওপর জবাবদিহিতা সুনিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবাইকে নির্দেশ দেওয়া হলো।'