প্রকাশ :
২৪খবরবিডি: 'ঢাকায় বিএনপির ১০ ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তৎপর রয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। শহরে বিশেষ মহড়াসহ মহাসড়কে একাধিক চেকপোস্ট বসিয়েছে পুলিশ। মহাসড়কে ঢাকামুখী যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। তবে পুলিশ বলছে- এগুলো তাদের নিয়মিত কার্যক্রমের অংশ।'
'এছাড়াও শহরের মূল মূল সড়কে জলকামান নিয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসানের নেতৃত্বে মহড়া দিয়েছে পুলিশ। জেলা পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশও তৎপর রয়েছে বলে জানা গেছে। নারায়ণগঞ্জের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল জানান, ডিসেম্বর মাসে বুদ্ধিজীবী হত্যা দিবস, বিজয় দিবস,
'১০ ডিসেম্বর কেন্দ্র করে নারায়ণগঞ্জে ঢাকামুখী যানবাহনে পুলিশের তল্লাশি'
বড় দিন ও থার্টিফাস্ট নাইটসহ বেশ কিছু ইভেন্ট রয়েছে। নাশকতা হতে পারে এমন তথ্য আছে আমাদের কাছে। তাই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ তৎপর ও সতর্ক রয়েছে। সড়ক-মহাসড়কে চেকপোস্ট স্থাপন পুলিশের নিয়মিত কার্যক্রম বলে তিনি দাবি করেন।'