প্রকাশ :
২৪খবরবিডি: 'নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন প্রবেশ পথে ঢাকা জেলা পুলিশ চেকপোস্ট বসিয়েছে। তল্লাশি করা হচ্ছে বাসসহ ছোট বড় বিভিন্ন যানবাহন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফি।'
'তিনি বলেন, আমাদের কাছে কিছু নির্দেশনা আছে, কিছু ম্যাসেজও আছে। যেকারণে চেকপোস্ট ব্লকগেইটসহ নানা ধরনের অভিযান চলছে। নতুন করে আর কোনো জঙ্গি যেন এদিকে না আসতে পারে, তাদেরও এদিকে থাকার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তাদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই আমাদের প্রক্রিয়া চলমান। পুলিশ হেডকোয়াটার্স থেকে আমাদের কাছে নির্দেশনা এসেছে যে বিশেষ একটি অভিযান আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৬ ডিসেম্বর একটি বিশেষ দিন, এই সময়কে কেন্দ্র করে কেউ যেন নাশকতা না করতে পারে সে লক্ষ্যেই আমাদের এই কার্যক্রম চলছে।
'নাশকতা ঠেকাতে রাজধানীর প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে পুলিশ'
১০ তারিখের বিএনপির সমাবেশকে ঘিরে পুলিশের এমন কার্যক্রম কিনা জানতে চাইলে তিনি বলেন, সেটার সঙ্গে আমাদের এই কার্যক্রমের কোনো সম্পর্ক নেই। এদিকে সাভার হাইওয়ে পুলিশ পরিদর্শক আজিজুল হক বলেন, আমরা আজ থেকে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চেকপোস্ট পরিচালনা করবো। আমরা যাত্রীদের যাতে ভোগান্তি না হয় সেদিকে গুরুত্ব দিয়ে চেকপোস্ট পরিচালনা করবো। মূলত আইনশৃঙ্খলা রক্ষায় আমরা চেকপোস্ট পরিচালনা করবো।'