সর্বশেষ

দেশের সব সেনানিবাসে কৃষি উৎপাদন অর্থনীতিতে ভূমিকা রাখছে : সেনাপ্রধান

প্রকাশ :


 

২৪খবর বিডি: ' সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর অনুপ্রেরণায় দেশের সব সেনানিবাসে কৃষি উৎপাদন অর্থনীতিকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সেনানিবাসের সব অনাবাদি জমি, এমনকি প্রতিটি বাড়ির আনাচে-কানাচে লাগানো হয়েছে বনজ, ঔষধি ও ফলের গাছ। উন্মুক্ত স্থানে চাষ হচ্ছে নানা জাতের মৌসুমি ও বারোমাসি ফল এবং শাকসবজি। পুকুর ও জলাভূমি ব্যবহার হচ্ছে মাছ ও হাঁস চাষে।'

* বৃহস্পতিবার বিকেলে সাভার সেনানিবাসে কৃষিপণ্য উৎপাদন প্রতিযোগিতা-২০২২ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন- দেশের এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না। তার বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে আমরা চেষ্টা করছি আমাদের কোনো পতিত জমি যাতে খালি না থাকে। সব জমিই চাষাবাদের আওতায় নিয়ে আসছি। আমরাও দেশের মূল উৎপাদনে কিছু যোগ করতে সক্ষম হবো। সেনানিবাসে উৎপাদিত পণ্যে নিজস্ব চাহিদা মেটানোর পর আমাদের আউটলেটে সুলভ মূল্যে বিক্রি করা হবে। এর মাধ্যমে মানুষ দুইভাবে উপকৃত হবে। এক, দাম কম এবং দুই, মানে ভালো।

 

''  দেশের সব সেনানিবাসে কৃষি উৎপাদন অর্থনীতিতে ভূমিকা রাখছে : সেনাপ্রধান  ''


' পরে সেনাপ্রধান সাভার সেনানিবাসের কৃষিপ্রদর্শনী ঘুরে দেখেন। তিনি এ সময় বেশকিছু ফলের গাছ রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। তার সঙ্গে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম, মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, সামরিক সচিব মেজর জেনারেল মো. খালেদ আল-মামুন এবং ৯ পদাতিক ডিভিশন ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। পরে সেনাবাহিনী প্রধান সাভারের সেনা পাবলিক স্কুল ও কলেজের নবনির্মিত ভবন উদ্বোধন করেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত