সর্বশেষ

'প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন হেফাজতের যৌক্তিক দাবিগুলো'

প্রকাশ :


২৪খবরবিডি: 'প্রধানমন্ত্রী শেখ হাসিনা হেফাজতে ইসলামের যৌক্তিক দাবিগুলো অবশ্যই দেখবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির ৬ষ্ঠ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।'
 

'গতকাল (শনিবার) প্রধানমন্ত্রীর সঙ্গে হেফাজতে ইসলামের নেতারা বৈঠক করেছেন, আপনিও সেখানে ছিলেন। তাদের দাবি-দাওয়ার বিষয়ে যদি বলতেন— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'দাবি-দাওয়া তো আপনাদের জানার কথা নয়। প্রধানমন্ত্রীকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাদের সন্তুষ্ট করেছেন। তাদের আলাপ-আলোচনার মাধ্যমে জানিয়েছেন তাদের দাবি-দাওয়া যেগুলো যৌক্তিক সেগুলো তিনি অবশ্যই দেখবেন, সেগুলো করে দেবেন আর যেগুলো একটু সময় লাগবে সেগুলো তিনি নজরে আনবেন।' মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তার বিষয়ে একটি প্রশ্ন উঠেছে সেক্ষেত্রে আপনারা কি করছেন— এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, 'মার্কিন রাষ্ট্রদূত প্রসঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রী খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। এরপর আমার মনে হয় আমার আর ব্যাখ্যার প্রয়োজন নেই।' প্রথম কথা হচ্ছে তার নিরাপত্তার কোনো ঘাটতি পড়েনি।'


'সেখানে আমাদের পুলিশ বাহিনী ছিল। পুলিশ বাহিনী যখনই শুনেছে একজন মার্কিন রাষ্ট্রদূত সেখানে যাচ্ছেন, পুলিশ বাহিনীর কর্তব্য হয়ে গিয়েছিল সেখানে যেতে। আপনারা যদি ওই ইয়েগুলো (ভিডিও) দেখে থাকেন সেখানে দেখবেন আমাদের ওসি পোশাক পরার আগেই দৌড়ে সেখানে সিভিল ড্রেসে চলে গিয়েছিলেন।

'প্রধানমন্ত্রী অবশ্যই দেখবেন হেফাজতের যৌক্তিক দাবিগুলো'

কাজেই পুলিশও সেখানে চলে গিয়েছিল। এখানে তার নিরাপত্তার অভাব ঘটেছে বলে আমার কাছে কোনো রিপোর্ট আসেনি।' সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'উনি (মার্কিন রাষ্ট্রদূত) ওখানে যে যাবেন, সেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জানা উচিত ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না, আমরাও এ ব্যাপারে কিছু জানি না।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত