সর্বশেষ

'রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষ, জামিন নামঞ্জুর বিএনপির ৩৮ নেতাকর্মীর'

প্রকাশ :


২৪খবরবিডি: 'নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পল্টন থানায় দায়ের হওয়া মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ ৩৮ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।'
 

'সোমবার (১৯ ডিসেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন বিএনপির ৩৮ নেতাকর্মীর জামিন চেয়ে শুনানি করেন তাদের আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ থেকে তাদের জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে প্রত্যেকের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।'


'এর আগে গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আহত হন অনেকে। পরে বিএনপি কার্যালয়ে অভিযান চালানো হলে সেখানে ককটেল পাওয়ার কথা জানায় পুলিশ।

'রাজধানীর নয়াপল্টনে সংঘর্ষ, জামিন নামঞ্জুর বিএনপির ৩৮ নেতাকর্মীর'

এ ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করেন পল্টন থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান। মামলায় ৪৭৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করা হয়।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত