সর্বশেষ

'রংপুর সিটি ভোট ইসি ভবন থেকে মনিটরিং করা হবে'

প্রকাশ :


২৪খবরবিডি: 'রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা সমন্বয় ও মনিটরিং সেল গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ কমিটি আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে রসিক ভোট মনিটরিং করবে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।'
 

'চিঠিটি এরই মধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠিয়েছে ইসি। চিঠিতে বলা হয়, আইডিয়া প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েমের নেতৃত্বে গঠিত সেলে চারজন সদস্য রাখা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা, পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সুপার/অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নিয়ে নয় এমন একজন কর্মকর্তা, বিজিবি/র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)/ আনসার ও ভিডিপির উপ-পরিচালক পদমর্যাদার নিয়ে নয় এমন একজন কর্মকর্তা, এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার/সহকারী পুলিশ সুপার পদমর্যাদার নিম্নে নয় এমন একজন কর্মকর্তা সেলটিতে দায়িত্ব পালন করবেন।'


'এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের প্রধান কার্যালয় থেকে এ মনিটরিং সেলের কার্যক্রম পরিচালনা করা হবে। মনিটরিং সেল নির্বাচনের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে নির্বাচন কমিশনকে অবগতকরণ, সেলে অন্তর্ভুক্ত সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি কর্তৃক নির্বাচন উপলক্ষে মোতায়েন করা আইনশৃঙ্খলা সদস্যদের অবস্থান ও সার্বিক অবস্থা সম্পর্কে জ্ঞাতকরণ, সংস্থার নিজস্ব যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে কমিশনের নির্দেশনা তাৎক্ষণিকভাবে অবহিতকরণ, বিশেষ করে র‌্যাব এর সেটসহ ভোটকেন্দ্র বা নির্বাচনী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন আইনশৃঙ্খলা

'রংপুর সিটি ভোট ইসি ভবন থেকে মনিটরিং করা হবে'

রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় সাধন এবং ইভিএমসহ বিভিন্ন নির্বাচনী মালামাল পরিবহন, বিতরণ এবং ভোটগ্রহণ কাজে নিরাপত্তা বিধানের জন্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় করে রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং ও প্রিজাইডিং অফিসারদের সহায়তা প্রদান করবে। উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রসিক নির্বাচনে মোট প্রার্থী ২৬০ জন। এর মধ্যে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৮৩ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত