সর্বশেষ

'অস্থায়ী ভিত্তিতে রাজউকে চাকরির সুযোগ'

প্রকাশ :


২৪খবরবিডি: 'রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বাস্তবায়নাধীন 'পূর্বাচল নতুন শহর' প্রকল্পে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সাত ক্যাটাগরির পদে মোট ২৫ জনকে নিয়োগ প্রতিষ্ঠানটি। আগ্রহীরা আগামী ১০ জানুয়ারি ২০২৩ পর্যন্ত ডাকযোগে আবেদপত্র পৌঁছাতে পারবেন।'

১. পদের নাম: সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ৫
গ্রেড:৯
সর্বসাকুল্যে বেতন: ৩৬,১০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।


২. পদের নাম: সহকারী স্থপতি
পদসংখ্যা: ১
গ্রেড:৯
সর্বসাকুল্যে বেতন: ৩৬,১০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।



৩. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (পুর)
পদসংখ্যা: ১৪
গ্রেড:১০
সর্বসাকুল্যে বেতন: ২৭,৬০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।  

৪. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (বৈদ্যুতিক)
পদসংখ্যা: ১
গ্রেড:১০
সর্বসাকুল্যে বেতন: ২৭,৬০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।  

'অস্থায়ী ভিত্তিতে রাজউকে চাকরির সুযোগ'

৫. পদের নাম: উপ সহকারী প্রকৌশলী (যান্ত্রিক)
পদসংখ্যা: ১
গ্রেড:১০
সর্বসাকুল্যে বেতন: ২৭,৬০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।  

৬. পদের নাম: উপ সহকারী
পদসংখ্যা: ১
গ্রেড:১০
সর্বসাকুল্যে বেতন: ২৭,৬০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে।  


৭. পদের নাম: কানুনগো
পদসংখ্যা: ১৪
গ্রেড:১০

সর্বসাকুল্যে বেতন: ২৭,৬০০ টাকা। এছাড়াও প্রতি বছর প্রারম্ভিক মূল বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা এবং একটি নববর্ষ ভাতা হিসেবে প্রারম্ভিক মূল বেতনের ২০% দেওয়া হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা:  পূর্বাচল নতুন শহর প্রকল্প, রাজউক এনেক্স ভবন (৮ম তলা),  রাজউক ভবন, মতিঝিল, দিলকুশা, ঢাকা-১০০০।

 

Share

আরো খবর


সর্বাধিক পঠিত