প্রকাশ :
২৪খবরবিডি: 'বর্ডার গার্ড বাংলাদেশ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে বিজিবি মহাপরিচালকের বিশেষ দরবার অনুষ্ঠিত হয়েছে। দরবার খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার পাশাপাশি বীরত্ব এবং কৃতিত্বপূর্ণ কাজের জন্য ৮৮ কর্মকর্তাকে পদক ও পুরস্কার দেওয়া হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ বুধবার (২১ ডিসেম্বর) সকালে পিলখানায় সীমান্ত সম্মেলন কেন্দ্রে বিজিবি সদস্যদের বিশেষ দরবার গ্রহণ করেন।'
'এরপর অপারেশনাল কর্মকাণ্ড, চোরাচালান নিরোধ এবং মাদকদ্রব্য আটকের ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শ্রেষ্ঠ কোম্পানি, বিওপি কমান্ডার, শ্রেষ্ঠ প্রশিক্ষক, প্রশিক্ষণে অসাধারণ কৃতিত্ব অর্জনকারী ৩২ জনকে ব্যক্তিগত পুরস্কার দেওয়া হয়। একইসঙ্গে ৪টি শ্রেষ্ঠ ব্যাটালিয়নকে ট্রফি দেওয়া হয়। এরপর ৬৪ জনকে মহাপরিচালকের অপারেশনাল ও প্রশাসনিক প্রশংসাপত্র (ইনসিগনিয়াসহ) দেওয়া হয়।
'বিজিবির ৮৮ কর্মকর্তা পেলেন বীরত্বপূর্ণ কাজের জন্য পদক-পুরস্কার'
এ অনুষ্ঠানে ৪ জনকে অনারারী সুবেদার মেজর থেকে অনারারী সহকারী পরিচালক এবং ৪ জনকে অনারারী সহকারী পরিচালক থেকে অনারারী উপপরিচালক পদে পদোন্নতি দিয়ে র্যাংক ব্যাজ পরিধান করানো হয়। সারাদেশে বিজিবির খেতাবপ্রাপ্ত ১১৯ জন বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা, অনুদান ও উপহার প্রদান করা হয়।'