প্রকাশ :
২৪খবরবিডি: 'টানা তিন দিনের ছুটিতে সৈকত শহর কক্সবাজারে পর্যটকের ঢল নেমেছে। তাদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসকের বিচ কর্মীরা। এবারের ছুটিতে কক্সবাজারে ৫ লাখের বেশি পর্যটকের উপস্থিতি আশা করছেন সংশ্লিষ্টরা। ফলে ৫০ কোটি টাকার বেশি বাণিজ্যের সম্ভাবনা রয়েছে।'
'আকিব আরও বলেন, সকাল থেকে রুমের খোঁজে এদিক-ওদিক ঘুরছি। কিন্তু এখনো পাইনি। তবে যে কয়েকটি রুম পেয়েছি সেগুলোর কোয়ালিটি ভালো না আবার দামও বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শিমু বলেন, পরিবারের সঙ্গে কক্সবাজার এসেছি। আসার পর থেকে খাবার থেকে শুরু করে সব কিছুর দাম বেশি দেখছি। এক্ষেত্রে প্রশাসনের কোনো নজরদারিও নেই।
'তিন দিনের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ভিড়, আশা ৫০ কোটি বাণিজ্যের'
শাহেদ হোসাইন নামে আরেক পর্যটক বলেন, কক্সবাজারে খাবারের দাম একটু বেশি। তবে পরিবার নিয়ে ঘুরতে পেরে সবকিছুই ভালো লাগছে। বাংলাদেশ ট্যুর অপারেটরের (টুয়াক) সভাপতি আনোয়ার কামাল বলেন, তিন দিনের ছুটিতে আমাদের সব হোটেল বুকিং হয়ে গেছে। অনেক পর্যটক অনলাইনে রুম চাইলেও তাদের দিতে পারছি না। আশা করি এই তিন দিনে সাড়ে ৩ লাখ পর্যটক সমাগম হবে।'