প্রকাশ :
২৪খবরবিডি: 'ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, দিন দিন সমাজ থেকে সবাই বিচ্ছিন্ন হয়ে পরেছে। মানুষ এখন নিজেকে নিয়েই ব্যস্ত। কেউ কারও বিপদে আপদে এগিয়ে যায় না। এটি সমাজ হতে পারে না। সমাজ হতে হবে একতাবদ্ধ। সবাই সবার সুখে দুঃখে পাশে দাঁড়াবে। তিনি বলেন, বিভিন্ন আচার অনুষ্ঠানে সবাই একত্রিত হবে।'
'প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকল অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তিকে প্রতিহত করতে হবে। সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কথা তুলে ধরে আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী যখন পদ্মা সেতু, মেট্রোরেলসহ মেগা প্রকল্পের পরিকল্পনা গ্রহণ করেন তখন একদল লোক বলেছিল এগুলো সম্ভব নয়। এই স্বপ্ন কখনো বাস্তব হবে না। কিন্তু প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হয়েছে। দ্রুতই সব মেগা প্রকল্প সম্পন্ন হবে।
'দেশের মানুষ এখন ব্যস্ত নিজেকে নিয়েই' : মেয়র আতিকুল
২০৪১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমণ্ডলীর সদস্য বেলায়েত হোসেনের সভাপতিত্বে এবং অভিনেত্রী রোকেয়া প্রাচীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মো. আহকাম উল্লাহ্, ডিএনসিসির কাউন্সিলর মফিজুর রহমান, জাকির হোসেন প্রমুখ।'