প্রকাশ :
২৪খবরবিডি: 'নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবলীগের দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শুরু হওয়া এ সংঘর্ষ চলে ঘণ্টাব্যাপী। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া হাট সংলগ্ন এলাকায় এ সংঘর্ষ হয়।'
'স্থানীয়রা জানান, সংঘর্ষের সময় অন্তত ১০ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এসময় প্রাইভেটকারসহ অন্তত ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে একটি পক্ষ। সংঘর্ষের সময় এশিয়ান হাইওয়েতে আটকে পড়া পরিবহনের শ্রমিক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম সায়েদ বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
'হঠাৎ উত্তপ্ত রূপগঞ্জ রামদা চাপাতি গুলিতে', আহত ১০
পুলিশ অপরাধীদের গ্রেপ্তার অভিযানে নেমেছে। কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি অভিযোগ করে বলেন, রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে আমার নেতাকর্মীদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। তারা আমার গাড়িও ভাঙচুর করেছে। হামলার অভিযোগের বিষয়ে যুবলীগ নেতা সফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি।'