সর্বশেষ

'চলতি ডিসেম্বর থেকে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি'

প্রকাশ :


২৪খবরবিডি: 'নিজেদের আওতাধীন এলাকায় বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণে মাঠে নামছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। চলতি ডিসেম্বর থেকে আগামী জুন মাস পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। শুক্রবার (২৩ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।'
 

'বেওয়ারিশ কুকুর বন্ধ্যাকরণ, নিয়ন্ত্রণ ও অপসারণের লক্ষ্যে প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের জন্য তিন সদস্যের কমিটি গঠন করতে আদেশ জারি করেছেন ডিএসসিসি সচিব আকরামুজ্জামান। আদেশ থেকে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হবে।
'চলতি ডিসেম্বর থেকে বেওয়ারিশ কুকুর নিয়ন্ত্রণে মাঠে নামছে ডিএসসিসি'
এছাড়া ডিএসসিসির অঞ্চল-৪ এর ভেটেরিনারি পরিদর্শককে সদস্য সচিব এবং অঞ্চল-১ এর ভেটেরিনারি কর্মকর্তাকে কমিটির সদস্য করা হয়েছে। গঠিত কমিটি এই কাজের জন্য প্রয়োজনীয় ওষুধ, যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয়ের কার্যক্রম গ্রহণ করবেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত