সর্বশেষ

'দেশকে কারাগারে পরিণত করেছে সরকার' : জয়নাল আবেদীন

প্রকাশ :


FDCNews24: 'বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন বলেছেন, এই অবৈধ সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। এই সরকার পুরো দেশকে কারাগারে পরিণত করেছে। বিচার ব্যবস্থাকে করায়ত্ত করে আমাদের নেতাকর্মীরা যেন জামিন না পায় সে ব্যবস্থা করেছে।'
 

'শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের মিশনপাড়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, এই সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না। সারা দেশে আমাদের নেতাকর্মীদের নামে হাজার হাজার গায়েবি মামলার মাধ্যমে অত্যাচার করছে। তারা এই দেশের সব সম্পদ লুট করে আবার আগামী নির্বাচনে ২০১৪ ও ২০১৮ সালের মতো ভোট চুরির মাধ্যমে নির্বাচিত হবেন। নির্বাচিত হয়ে দেশের সমস্ত সম্পদ বিদেশে পাচার করবেন। এই দেশে জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে এই সুযোগ আর দেওয়া হবে না। জয়নাল আবেদীন বলেন, অনেক জায়গায় শুনেছি গণমিছিল করতে দেওয়া হচ্ছে না। গণমিছিলে পুলিশ গুলি চালাচ্ছে। সরকার যত অবিচার ও অত্যাচার করুক না কেন বিএনপির নেতাকর্মীদের দাবিয়ে রাখতে পারবে না। তারা মনে করছে, এই সরকারের অধীনে আবারো নির্বাচন করবে। আমি বলে দিতে চাই, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না, হতে পারে না। নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানকে উদ্দেশ্য করে জয়নাল আবেদীন বলেন, আওয়ামী লীগের একজন নেতা প্রায়ই বলেন 'খেলা হবে'। আজ বলতে চাই এর আগে ১০টি খেলায় বিএনপি জিতেছে। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় যে খেলা হবে, সে খেলায়ও বিএনপি জিতবে। তারা (ক্ষমতাসীন সরকার) বলে বেগম খালেদা জিয়া এতিমের টাকা আত্মসাৎ করেছেন। আমি তার আইনজীবী হিসেবে বলতে চাই, সেখান থেকে একটি টাকাও আত্মসাৎ করা হয়নি। সেই টাকা এখন ব্যাংকে তিনগুণ।'

 

'এসময় সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তি চেয়ে বক্তব্য দেন দলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, আজহারুল ইসলাম মান্নান, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন, সদস্য সচিব গোলাম

'দেশকে কারাগারে পরিণত করেছে সরকার'  : জয়নাল আবেদীন

ফারুক খোকন প্রমুখ। সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ শেষে আওয়ামী সরকারের পদত্যাগসহ ১০ দফা বাস্তবায়ন এবং বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসসহ সারা দেশে গ্রেপ্তার হওয়া নেতাকর্মীদের মুক্তির দাবিতে গণমিছিল করেন দলটির নেতাকর্মীরা। মিছিলে নেতাকর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দিতে থাকেন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছেন।'

Share

আরো খবর


সর্বাধিক পঠিত