প্রকাশ :
২৪খবরবিডি: 'সুন্দরবনকে দস্যুমুক্ত ও মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান শুরু করেছে র্যাব-৬। শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টা থেকে লং রেঞ্জ প্যাট্রলের মাধ্যমে একটি বিশেষ দল 'এলিট টাইগার্স' ট্রলারযোগে সুন্দরবনে প্রবেশ করেছে।'
'তিনি আরও জানান, র্যাবের আভিযানিক দলটি সুন্দরবনের শরণখোলা, জয়মনি, বড়ইতলা, আন্ধারমনিক, মৃগামারি এলাকাসহ বনের শ্যালা নদীর বিভিন্ন শাখায় অভিযান চালাবে। এ ছাড়া অভিযানের জন্য র্যাবের আরেকটি দলকে একটি স্পিড বোট ও বেঙ্গল টাইগার্স নামে অপর একটি ট্রলারসহ পূর্ণ প্রস্তুতিসহকারে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। তিন দিনের এ
'আজ সুন্দরবনে র্যাবের অভিযান শুরু'
বিশেষ অভিযান প্রয়োজনে বাড়ানো হবে। প্রসঙ্গত, গত ১৫ ডিসেম্বর রাতে নয়ন বাহিনী নামের একটি নব্য বন দস্যু দল সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের বেড়ির খাল ও হরমাল খাল এলাকা থেকে ১৫ জেলেকে অপহরণ করে। তারা জেলেদের কাছে মুক্তিপণ দাবি করে। অপহরণের ছয় দিন পর মুক্তিপণ দিয়ে দস্যুদের কবল থেকে অপহৃত জেলেরা ছাড়া পান।'